বছরের শেষ সূর্যগ্রহণ ১৪ অক্টোবর! জেনে নিন কয়টা থেকে শুরু হয়ে কয়টা পর্যন্ত থাকবে।

বছরের শেষ সূর্যগ্রহণ ঘিরে বহু কৌতূহলি মানুষের মধ্যে চড়ছে আগ্রহের পারদ। এই গ্রহণ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাক একনজরে।

একটি পূর্ণগ্রাস, একটি আংশিক গ্রহণ ও আরেক টি বলয়গ্রাস। এই তিন ধরণের গ্রহণ দেখা যায়। ১৪ অক্টোবরের গ্রহণ হবে মূলত বলয়গ্রাস আওতায় থাকবে।

এবার জেনে নেয়া যাক এই গ্রহণ কখন , কোথায় দেখা যাবে।

 

ভারতঃ

ভারতীয় সময় ২৬ই আশ্বিন, বাংলাদেশ সময় ২৯ ই আশ্বিন(বাংলাদেশ ক্যালেন্ডার অনুসারে), ইংরেজী ১৪ অক্টোবর এই গ্রহণ পরিলিক্ষিত হবে।

গ্রহণ স্পর্শ (আরম্ভ) – রাত্রি ৮ টা ৩৪ মিনিট

বলয়গ্রাস আরম্ভ – রাত্রি ৯ টা ৪২ মিনিট

গ্রহণ মধ্য – রাত্রি ১১  টা ২০ মিনিট

বলয়গ্রাস সমাপ্ত – ১ টা ১৭ মিনিট

গ্রহণ মোক্ষ (সমাপ্তি) – ২ টা ২৫ মিনিট

গ্রহণ স্থিতি – ৫ ঘণ্টা ২১ মিনিট

গ্রাসমান – ০.৯৫১

বলয়গ্রাস স্থিতি – ৩ ঘণ্টা ৩৫ মিনিট

 

বাংলাদেশঃ

ভারতীয় সময় ২৬ই আশ্বিন, বাংলাদেশ সময় ২৯ ই আশ্বিন(বাংলাদেশ ক্যালেন্ডার অনুসারে), ইংরেজী ১৪ অক্টোবর এই গ্রহণ পরিলিক্ষিত হবে।

গ্রহণ স্পর্শ (আরম্ভ) – রাত্রি ৯ টা ০৪ মিনিট

বলয়গ্রাস আরম্ভ – রাত্রি ১০ টা ১২ মিনিট

গ্রহণ মধ্য – রাত্রি ১২ টা

বলয়গ্রাস সমাপ্ত – ১ টা ৪৭ মিনিট

গ্রহণ মোক্ষ (সমাপ্তি) – ২ টা ৫৫ মিনিট

গ্রহণ স্থিতি – ৫ ঘণ্টা ৫১ মিনিট

গ্রাসমান – ০.৯৫১

বলয়গ্রাস স্থিতি – ৩ ঘণ্টা ৩৫ মিনিট

সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ খালি চোখে সূ্র্যগ্রহণ দেখবেন না। এটি চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর।

গ্রহণের দৃশ্যঃ 

এই গ্রহণ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ ব্যতীত, হাওয়াই, অ্যাজোরস, উত্তর আফ্রিকার পশ্চিমাংশে, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের দৃশ্য হবে।।

তবে এই গ্রহণ বাংলাদেশ ও ভারতে অদৃশ্য বলে পাকপাত্র পরিত্যাগে বিধি নিষেধ নাই।

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.