এপ্রিল মাস শুরু হয়ে গেলো। আর কিছু দিন পর বাংলা নতুন বছর ১৪৩০ শুরু হবে। আপনারা অনেকদিন ধরে নতুন পঞ্জিকার জন্য অপেক্ষা
করে আছেন। আমরা ইতিমধ্যে নতুন ভার্সন ৫.০.০ পাবলিশ করেছি। আপনার এপের ভার্সন যদি ৫.০.০ এর কম হয় তাহলে এখুনি এপ আপডেট করুন।
আপডেটের জন্য প্লে স্টোরে যেয়ে আপডেট করে নিতে পারেন।
এপ আপডেট করার পর ও আপনি চিন্তা করতে পারেন কেন এখনো ১৪২৯ দেখাচ্ছে এপের হোম পেইজে। চলুন দেখি ব্যাপারটি বুঝে নি এবং দেখি কিভাবেআমরা নতুন পঞ্জিকা দেখব।
বর্তমান এখনো ১৪২৯ চলছে। যা শেষ হবে ১৪ এপ্রিল। আমাদের এপ বর্তমান বছরের সবকিছু দেখায়। যেহেতু এখন ১৪২৯ চলছে তাই ১৪২৯ দেখাচ্ছে। এখন প্রশ্ন হল আপনি কিভাবে ১৪৩০ পাবেন। ১৪৩০ শুরু হলে আমাদের এপ অটোমেটিক আপনাকে ১৪৩০ দেখাবে। আপনার কোন কিছুর পরিবর্তন করার দরকার হবে না। কিন্তু এখনো ১৪৩০ শুরু হতে কিছু দিন বাকি। এখন যদি আপনি ১৪৩০ এর কোন কিছু দেখতে চান যেমন পূজার তারিখ, বিবাহের তারিখ, কোন দিনের পঞ্চাঙ্গ তাহলে কিভাবে দেখবেন? যারা পুরাতন ব্যবহারকারী তারা অলরেডি জানেন কিভাবে দেখবেন। আর নতুনদের জন্য আমরা আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখবেন ১৪৩০।
এপের হোম পেইজে নিচের ছবির মত “নতুন বছরের পঞ্জিকা দেখুন” অথবা “পুরাতন বছরের পঞ্জিকা দেখুন” এমন একটি অপশন আছে।
এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আমাদের এপ থেকে যে সব বছরের পঞ্জিকা দেখা যাবে তা আসবে নিচের ছবির মত
এখানে ১৪৩০ দেখা যাচ্ছে। এবার ১৪৩০ সিলেক্ট করুন। করলে ১৪৩০ এর ক্যালেন্ডার দেখা যাবে নিচের মত
এই ১৪৩০ এর ক্যালেন্ডার থেকে আপনি ১৪৩০ এর যে তারিখের বিস্তারিত দেখতে চান সে তারিখে ক্লিক করুন। যেমন ধরা যাক আমরা ২ মে সিলেক্ট করলাম। তাহলে ২ মে ২০২৩
এর পঞ্জিকা আপনি দেখবেন নিচের মত
এবার এখান থেকে আপনার ১৪৩০ এর যা ইচ্ছে তা দেখতে পারবেন ক্লিক করে। যেমন ধরুন আপনি চান ১৪৩০ এর গ্রহণ দেখবেন। তাহলে গ্রহণে ক্লিক করুন। নিচের মত দেখাবে
আশা করি বুঝতে পেরেছেন। তবে ১৪৩০ শুরু হয়ে গেলে এভাবে আর দেখতে হবে না। আপনি সরাসরি ১৪৩০ দেখতে পাবেন।