দেখেনিন মহাঅষ্টমী পূজার সময়সূচী

আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।

দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব।

ভারত

অষ্টমী তিথি আরম্ভ

বাংলা১৫ আশ্বিন, রবিবার।

ইংরেজি– ০২ অক্টোবর, রবিবার।

সময়সন্ধ্যা ৬ টা ২২ মিনিট গতে।

অষ্টমী তিথি শেষ

বাংলা১৬ আশ্বিন, সোমবার।

ইংরেজি০৩ অক্টোবর, সোমবার।

সময়– দিবা ০৪ টা ০ মিনিট।

পূর্বাহ্ন মধ্যে  কিন্তু কালবেলানুরোধে ৬ টা ৫৯  মিনিট ৪৯ এর মধ্যে এবং পুনরায়  ৭ টা ২৮ মিনিট ২৭  সেকেন্ডে গতে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টমাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) এবং কেবল মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা (ষষ্ঠ কল্প)। বীরাষ্টমী ব্রতোপবাস।

সন্ধিপূজা ও বলিদান

দিবা ৩ টা ৩৫ মিনিট ৫ সেকেন্ড গতে অপরাহ্ণ ৪ টা ২৩ মিনিট ৫ এর মধ্যে সন্ধিপূজা। দিবা ৩ টা ৩৫ মিনিট ৫ সেকেন্ড গতে সন্ধি পূজা আরম্ভ। দিবা ৩ টা ৫৯ মিনিট ০৫ গতে বলিদান। অপরাহ্ণ ৪ টা  ২৩ মিনিট ০৫ সেকেন্ডের মধ্যে সন্ধিপূজা সমাপন।

অষ্টমী– বাংলাদেশ

অষ্টমী তিথি আরম্ভ

বাংলা– ১৭ আশ্বিন(ভারতীয় ক্যালেন্ডার অনুসারে ১৫ আশ্বিন), রবিবার।

ইংরেজি– ০২ অক্টোবর, রবিবার।

সময়সন্ধ্যা ৬ টা ৫২ মিনিট গতে।

অষ্টমী তিথি শেষ

বাংলা১৮ আশ্বিন(ভারতীয় ক্যালেন্ডার অনুসারে ১৬ আশ্বিন), সোমবার।

ইংরেজি০৩ অক্টোবর, সোমবার।

সময়– দিবা ০৪ টা ৩০ মিনিট।

পূর্বাহ্ন মধ্যে  কিন্তু কালবেলানুরোধে ৭ টা ২৯  মিনিট ৪৯ এর মধ্যে এবং পুনরায়  ৮ টা ৫৮ মিনিট ২৭  সেকেন্ডে গতে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টমাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) এবং কেবল মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা (ষষ্ঠ কল্প)। বীরাষ্টমী ব্রতোপবাস।

সন্ধিপূজা ও বলিদান

দিবা ৪ টা ৫ মিনিট ৫ সেকেন্ড গতে অপরাহ্ণ ৪ টা ৫৩ মিনিট ৫ এর মধ্যে সন্ধিপূজা। দিবা ৪ টা ০৫ মিনিট ৫ সেকেন্ড গতে সন্ধি পূজা আরম্ভ। দিবা ৪ টা ২৯ মিনিট ০৫ গতে বলিদান। অপরাহ্ণ ৪ টা  ৫৩ মিনিট ০৫ সেকেন্ডের মধ্যে সন্ধিপূজা সমাপন।

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.