দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব।
আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।
আগামীকাল ৬ কার্তিক ১৪২৭ থেকেই শুরু হচ্ছে বহুল প্রতিক্ষিত দূর্গাপূজা। দেখেনিন এবারের দূর্গাপূজার মহাসপ্তমী পূজার সময়সূচী। শ্রী শ্রী দূর্গা মহাসপ্তমী।
সূর্যসিদ্ধান্তমতে সপ্তমীর
ভারতীয় সময়ঃ সূর্যোদয় – ১১ টা ৫৭ মি ০০ সে দিবা। এরপর অষ্টমী আরম্ভ।
বাংলাদেশ সময়ঃ সূর্যোদয় – ১২ টা ২৭ মি ০০ সে দিবা। এরপর অষ্টমী আরম্ভ।
এবার শ্রী শ্রী শারদীয়া দূর্গাপূজার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্ত্যমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা
ভারতীয় সময় পূর্বাহ্ন ৯/২৮ এর মধ্যে এবং
বাংলাদেশ সময় পূর্বাহ্ন ৯/৫৮ এর মধ্যে
এবার দেবী দোলায় করে আসছেন। ফলঃ মড়কং ভবেৎ
শ্রী শ্রী দেবীর অর্দ্ধরাত্র বিহিত পূজা
ভারতীয় সময় রাত্রি ১০/৫৮ গতে ও রাত্রি ১১/৪৬ মধ্যে।
বাংলাদেশ সময় রাত্রি ১১/২৮ গতে ও রাত্রি ১২/১৬ মধ্যে।