বছরের শেষ সূর্যগ্রহণ ঘিরে বহু কৌতূহলি মানুষের মধ্যে চড়ছে আগ্রহের পারদ। অনেকেই এমন এক ভয়াবহ বছরের শেষ সূর্যগ্রহণ ঘিরে রীতিমতো কৌতূহলী। এই গ্রহণ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাক একনজরে।
একটি পূর্ণগ্রাস, একটি আংশিক গ্রহণ ও আরেক টি বলয়গ্রাস। এই তিন ধরণের গ্রহণ দেখা যায়। ৪ ডিসেম্বরের গ্রহণ হবে মূলত পূর্ণগ্রাসের আওতায় থাকবে।
এবার জেনে নেয়া যাক এই গ্রহণ কখন , কোথায় দেখা যাবে।
ভারতঃ
ভারতীয় সময় ১৭ ই অগ্রায়ন, বাংলাদেশ সময় ১৯ ই অগ্রায়ন, ইংরেজী ৪ ডিসেম্বর এই গ্রহণ পরিলিক্ষিত হবে।
গ্রহণ স্পর্শ (আরম্ভ) – ১০ টা ৫৯ মিনিট
পূর্নগ্রাস আরম্ভ – ১ টা ০ মিনিট
গ্রহণ মধ্য – ১ টা ০৪ মিনিট
পূর্ণগ্রাস সমাপ্ত – ১ টা ৩৪ মিনিট
গ্রহণ মোক্ষ (সমাপ্তি) – ৩ টা ০৭ মিনিট
পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থিতি – ১ মি ৫৭ সেকেন্ড
গ্রহণ স্থিতি – ৪ ঘণ্টা ৭ মিনিট
গ্রাসমান – ১.০৩৬
বাংলাদেশঃ
ভারতীয় সময় ১৭ ই অগ্রায়ন, বাংলাদেশ সময় ১৯ ই অগ্রায়ন, ইংরেজী ৪ ডিসেম্বর এই গ্রহণ পরিলিক্ষিত হবে।
গ্রহণ স্পর্শ (আরম্ভ) – ১১ টা ২৯ মিনিট
পূর্নগ্রাস আরম্ভ – ১ টা ৩০ মিনিট
গ্রহণ মধ্য – ১ টা ৩৪ মিনিট
পূর্ণগ্রাস সমাপ্ত – ২ টা ৪ মিনিট
গ্রহণ মোক্ষ (সমাপ্তি) – ৩ টা ৩৭ মিনিট
পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থিতি – ১ মি ৫৭ সেকেন্ড
গ্রহণ স্থিতি – ৪ ঘণ্টা ৭ মিনিট
গ্রাসমান – ১.০৩৬
সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ খালি চোখে সূ্র্যগ্রহণ দেখবেন না। এটি চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর।
গ্রহণের দৃশ্যঃ
এই গ্রহণ অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার দক্ষিনাংশে, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগে এবং ভারত মহাসাগরের দক্ষিণ ভাগ্যে দৃশ্য হবে।
তবে এই গ্রহণ বাংলাদেশ ও ভারতে অদৃশ্য বলে পাকপাত্র পরিত্যাগে বিধি নিষেধ নাই।