রাশি অনুযায়ী বোনদের যেসব উপহার ভাইফোঁটায়!

ভাই ফোঁটায় বোনদেরকেও পালটা উপহার দেন ভাইরা। ভাইদের রাশি অনুযায়ী তাঁদের বোন বা দিদিদের কী উপহার দেওয়া উচিত, এক নজরে দেখে নিন।

মেষ রাশি– এই রাশির জাতকরা নিজেদের বোনকে হলুদ রংয়ের কোনও পোশাক উপহার দিন।

বৃষ রাশি– এই রাশির ভাইরা বোনেদের পার্স উপহার দিন।

মিথুন রাশি– এই রাশির জাতকরা বোনদের কোনও ইলেক্ট্রনিক গ্যাজেট উপহার দিন।

কর্কট রাশি– যে ভাইদের রাশি কর্কট, তাঁরা বোন বা দিদিকে ঘড়ি উপহার দিন।

সিংহ রাশি– এই রাশির ভাইরা নিজেদের বোন বা দিদিকে পারফিউম উপহার দিন।

কন্যা রাশি– যাঁরা এই রাশির জাতক, তাঁরা নিজেদের বোনকে চকোলেট উপহার দিন।

তুলা রাশি– এই রাশির ভাইরা নিজেদের বোন বা দিদিকে জুতো উপহার দিন।

বৃশ্চিক রাশি– এই রাশির যাঁরা জাতক, তাঁরা বোন বা দিদির প্রয়োজন অনুযায়ী উপহার বেছে নিন।

ধনু রাশি– যাঁরা ধনু রাশির জাতক, তাঁরা নিজেদের বোনকে কানের দুল উপহার দিন।

মকর রাশি– এই রাশির জাতকরা নিজেদের বোনকে ফুলের নকশা করা কোনও পোশাক উপহার দিন।

কুম্ভ রাশি– এই রাশির যাঁরা ভাই তাঁরা নিজেদের বোন বা দিদিকে গরম পোশাক উপহার দিন।

মীন রাশি– এই রাশির জাতকরা নিজেদের ভাইকে মেক আপ কিট উপহার দিন।