শরীরে হালি বা টিকটিকি পতনের ফল

 

 

  • টিকটিকি দক্ষিণ অঙ্গে পতিত হলে স্বজন ও ধনহানি

  • টিকটিকি বাম অঙ্গে পতিত হলে লাভ।

  • বক্ষ, মস্তক, পৃষ্ঠ ও কন্ঠদেশে পতিত হলে রাজ্যলাভ

  • হাত, পা ও হৃদি বরাবর পতিত হলে সর্বসৌখ্য লাভ হয়