আজ আংশিক(খন্ড)গ্রাস চন্দ্রগ্রহণ কখন, কোথায় ও কতক্ষণ থাকবে জেনে নিন

 

 

grahan time

 

আজ আংশিক(খন্ড)গ্রাস চন্দ্রগ্রহণ কখন, কোথায় ও কতক্ষণ থাকবে এবং দর্শন শুভ-অশুভ জেনে নিন

গ্রহণের সময়কাল

গ্রহণ সময় ভারতঃ

গ্রহণ স্পর্শ বা আরম্ভঃ দিবা ৭ টা ৪২ মিনিট

গ্রহণ মধ্যঃ দিবা ৮ টা ১৪ মিনিট

গ্রহণ মোক্ষ বা সমাপ্তিঃ দিবা ৮ টা ৪৭ মিনিট

গ্রহণ স্থিতিঃ ১ ঘণ্টা ০৫ মিনিট

গ্রাসমানঃ ০.০৯০

উপচ্ছায়া স্পর্শঃ দিবা ৬ টা ০৯ মিনিট

উপচ্ছায়া ত্যাগঃ দিবা ১০ টা ১৯ মিনিট 

 

 

গ্রহণ সময় বাংলাদেশঃ

গ্রহণ স্পর্শ বা আরম্ভঃ দিবা ৮ টা ১২ মিনিট

গ্রহণ মধ্যঃ দিবা ৮ টা ৪৪ মিনিট

গ্রহণ মোক্ষ বা সমাপ্তিঃ দিবা ৯ টা ১৭ মিনিট

গ্রহণ স্থিতিঃ ১ ঘণ্টা ০৫ মিনিট

গ্রাসমানঃ ০.০৯০

উপচ্ছায়া স্পর্শঃ দিবা ৬ টা ৩৯ মিনিট

উপচ্ছায়া ত্যাগঃ দিবা ১০ টা ৪৯ মিনিট 

 

কোথায় দেখা যাবে এই গ্রহণ?

বাংলাদেশ ও ভারতে এইগ্রহণ অদৃশ্য”

এই গ্রহণ এন্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে, ভারত মহাসাগরের পশ্চিমভাগে, মিডল ইস্ট, আফ্রিকা ,ইউরোপ, আটলান্টিক মহাসাগর, আমেরিকা (আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত), পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হইবে।

এই গ্রহণের স্পর্শ ক্রজেট দ্বীপ, মাদাগাস্কার, সোমালিয়া, সৌদি আরবের বেশ কিছু অঞ্চল, ইরাক, ইরানের কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চল হইতে দৃশ্য হইবে। এই গ্রহণের মুখ্য প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণভাগে এবং কানাডায় দৃশ্য হইবে।

কিভাবে দেখবেন?

সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনও আলাদা সতর্কতার প্রয়োজন নেই। খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্র ভাবে ধরা পড়বে।

যে সকল স্থানে গ্রহণ দৃশ্য হবে শ্বে সকল স্থানে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয় আর যেসব স্থানে দেখা যাবে না সেখানে স্নানদানাদি ও পাকপত্র পরিত্যাগের বিধি নিষেধ নাই।

 

 

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.