আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন, কোথায় ও কতক্ষণ থাকবে এবং দর্শন শুভ-অশুভ জেনে নিন
বছর অনেকটা শেষের দিকে। পূর্ণিমার দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। দেখা যাবে টানা তিন ঘণ্টা ৪০ মিনিট । চলুন দেখে নি এই গ্রহণ কখন শুরু হবে এবং কোন সময় কোন পর্যায় থাকবে।
গ্রহণের সময়কাল
গ্রহণ সময় ভারত
পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতি-গ্রহণ স্পর্শ (আরম্ভ) দিবা ২ টা ৩৯ মিনিট
পূর্ণগ্রাস আরম্ভ দিবা ৩ টা ৪৬ মিনিট
গ্রহণ মধ্য দিবা ৪ টা ২৯ মিনিট
পূর্ণগ্রাস সমাপ্তি অপরাহ্ণ ৫ টা ১২ মিনিট
গ্রহণ মোক্ষ (সমাপ্তি) দিবা ৬ টা ১৯ মিনিট
গ্রহণের স্থিতিকাল ৩ ঘণ্টা ৪০ মিনিট
গ্রাসমান ১.৩৬৩
উপচ্ছায়া স্পর্শ (প্রবেশ) দিবা ১.৩০ টা
উপচ্ছায়া মোক্ষ (ত্যাগ) রাত্রি ৭ টা ২৮ মিনিট
গ্রহণ সময় বাংলাদেশঃ
পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতি-গ্রহণ স্পর্শ (আরম্ভ) দিবা ৩ টা ০৯ মিনিট
পূর্ণগ্রাস আরম্ভ দিবা ৪ টা ১৬ মিনিট
গ্রহণ মধ্য দিবা ৪ টা ৫৯ মিনিট
পূর্ণগ্রাস সমাপ্তি অপরাহ্ণ ৫ টা ৪২ মিনিট
গ্রহণ মোক্ষ (সমাপ্তি) দিবা ৬ টা ৪৯ মিনিট
গ্রহণের স্থিতিকাল ৩ ঘণ্টা ৪০ মিনিট
গ্রাসমান ১.৩৬৩
উপচ্ছায়া স্পর্শ (প্রবেশ) দিবা ২ টা
উপচ্ছায়া মোক্ষ (ত্যাগ) রাত্রি ৭ টা ৫৮ মিনিট
কোথায় দেখা যাবে এই গ্রহণ?
গ্রহণ দৃশ্যঃ
এই গ্রহণ দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্য হবে।
গ্রহণ আরম্ভ দৃশ্যঃ
চন্দ্রাস্তের সময়ে আর্জেন্টিনার পশ্চিমাঞ্চল্ চিলি, বলিভিয়া, ব্রাজিলের পশ্চিমাঞ্চলে এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে।
গ্রহণ সমাপ্তি দৃশ্যঃ
চন্দ্রোদয়ের সময়ে ভারত মহাসাগর, ভারতবর্ষ, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখাস্তান, উজবেকিস্তান এবং রাশিয়ার পূর্বাংশে।
কিভাবে দেখবেন?
সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনও আলাদা সতর্কতার প্রয়োজন নেই। খালি চোখেই এই গ্রহণ দেখা যেতে পারে। তাতে চোখের ক্ষতির কোনও আশঙ্কা নেই। তবে টেলিস্কোপের সাহায্যে এই গ্রহণ দেখলে নিঃসন্দেহে গ্রহণের সৌন্দর্য আরও তীব্র ভাবে ধরা পড়বে।
কারা দেখতে পারবে?
এই গ্রহণ মিথুন্ ধনু, কুম্ভ মীনরাশির দর্শনে শুভ এবং এই রাশিগুলো ছাড়া বাকি রাশির জাতকদের দর্শন অশুভ।