আগামী দুই বছরের সনাতন পদ্ধতির বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজী তারিখ সমূহ!

বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের আরম্ভ হয় চৈত্র সংক্রান্তির পরের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির পরের দিনই হল পহেলা বৈশাখ। বাংলাদেশ ও ভারতের বাঙ্গালীদের মধ্যে এই বাংলা ক্যালেন্ডারের প্রচলন রয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক এই ক্যালেন্ডারে অনেক পরিমার্জন করা হয়েছে। সর্বশেষ পরিমার্জন অনুসারে পহেলা বৈশাখ নির্দিষ্ট দিনে পালন করা হচ্ছে। এ দিন হল ১৪ এপ্রিল। অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে এখনো পুরাতন বা সনাতন পদ্ধতির বাংলা ক্যালেন্ডার প্রচলন রয়েছে।

সনাতন পদ্ধতির ক্যালেন্ডার প্রধাণত সনাতন ধর্মালম্বীরা ব্যবহার করে থাকেন। এ ক্যালেন্ডারের মাধ্যমে সনাতন ধর্মের অনেক আচার অনুষ্ঠান নির্ভর করে। এই আচার অনুষ্ঠানের মধ্যে অন্যতম হল কার্তিক পূজা। এই পূজা কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তিতে হয়ে থাকে। মূলত সনাতন পদ্ধতির বাংলা ক্যালেন্ডার নির্ভর করে সূর্য্যের বিভিন্ন অবস্থানের উপরে।

সূর্য যখন সায়ন রাশিতে থাকে সেই সময়ানুসারে মাসের হিসাব করা হয়ে থাকে। যেমন বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে গমন করে। আবার বাংলার বিভিন্ন মাসের নাম বিভিন্ন নক্ষত্র অনুসারে লেখা হয়ে থাকে। বৈশাখ আসছে বিশাখা নক্ষত্র থেকে। জ্যৈষ্ঠ মাস আসছে জেষ্ঠা নক্ষত্র থেকে।

সনাতন পদ্ধতির বাংলা ক্যালেন্ডার নির্দিষ্ট করা থাকে না এটি গণিত নির্ভর। এই সনাতন পদ্ধতি তৈরী করা হয় সূর্যোদয়, সায়ন রাশি ইত্যাদির উপরে। তাই এই জটিল গাণিতিক পদ্ধতি ব্যবহৃত হয় বলে সনাতন পদ্ধতিতে পহেলা বৈশাখ নির্দিষ্ট হয় না।

চলুন দেখে নিই আগামী দুই বছরের সনাতন পদ্ধতির বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজী তারিখ সমূহ-

১৪২৯ বঙ্গাব্দ

১ বৈশাখ হবে ১৫ এপ্রিল ২০২২ অর্থাৎ বৈশাখ মাস ৩১ দিনের।
১ জৈষ্ঠ্য হবে ১৬ মে ২০২২ অর্থাৎ জৈষ্ঠ্য মাস ৩২ দিনের।
১ আষাঢ় হবে ১৭ জুন ২০২২ অর্থাৎ আষাঢ় মাস ৩১ দিনের।
১ শ্রাবণ হবে ১৮ জুলাই ২০২২ অর্থাৎ শ্রাবণ মাস ৩১ দিনের।
১ ভাদ্র হবে ১৮ আগষ্ট ২০২২ অর্থাৎ ভাদ্র মাস ৩১ দিনের।
১ আশ্বিন হবে ১৮ সেপ্টেম্বর ২০২২ অর্থাৎ আশ্বিন মাস ৩১ দিনের।
১ কার্তিক হবে ১৯ অক্টোবর ২০২২ অর্থাৎ কার্তিক মাস ৩০ দিনের।
১ অগ্রহায়ণ হবে ১৮ নভেম্বর ২০২২ অর্থাৎ অগ্রহায়ণ মাস ২৯ দিনের।
১ পৌষ হবে ১৭ ডিসেম্বর ২০২২ অর্থাৎ পৌষ মাস ৩০ দিনের।
১ মাঘ হবে ১৬ জানুয়ারি ২০২৩ অর্থাৎ মাঘ মাস ২৯ দিনের।
১ ফাল্গুন হবে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ অর্থাৎ ফাল্গুন মাস ৩০ দিনের।
১ চৈত্র হবে ১৬ মার্চ ২০২৩ অর্থাৎ চৈত্র মাস ৩০ দিনের।

১৪৩০ বঙ্গাব্দ

১ বৈশাখ হবে ১৫ এপ্রিল ২০২৩ অর্থাৎ বৈশাখ মাস ৩১ দিনের।
১ জৈষ্ঠ্য হবে ১৬ মে ২০২৩ অর্থাৎ জৈষ্ঠ্য মাস ৩২ দিনের।
১ আষাঢ় হবে ১৭ জুন ২০২৩ অর্থাৎ আষাঢ় মাস ৩১ দিনের।
১ শ্রাবণ হবে ১৮ জুলাই ২০২৩ অর্থাৎ শ্রাবণ মাস ৩২ দিনের।
১ ভাদ্র হবে ১৮ আগষ্ট ২০২৩ অর্থাৎ ভাদ্র মাস ৩১ দিনের।
১ আশ্বিন হবে ১৯ সেপ্টেম্বর ২০২৩ অর্থাৎ আশ্বিন মাস ৩০ দিনের।
১ কার্তিক হবে ১৯ অক্টোবর ২০২৩ অর্থাৎ কার্তিক মাস ৩০ দিনের।
১ অগ্রহায়ণ হবে ১৮ নভেম্বর ২০২৩ অর্থাৎ অগ্রহায়ণ মাস ৩০ দিনের।
১ পৌষ হবে ১৮ ডিসেম্বর ২০২৩ অর্থাৎ পৌষ মাস ২৯ দিনের।
১ মাঘ হবে ১৬ জানুয়ারি ২০২৪ অর্থাৎ মাঘ মাস ২৯ দিনের।
১ ফাল্গুন হবে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ অর্থাৎ ফাল্গুন মাস ৩০ দিনের।
১ চৈত্র হবে ১৫ মার্চ ২০২৪ অর্থাৎ চৈত্র মাস ৩১ দিনের।

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.