ইন্টারভিউতে যাওয়ার আগে পড়ে নিন রাশি অনুযায়ী শুভ রং এর কাপড়

প্রতিবছর বহু ছাত্রছাত্রি ভাল ভাল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হয়। সবাই চাকুরি চায়। কেউ পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন না। কারো চাকুরি আছে তো কারো চাকুরি নেই। তাই দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।

আসলে বহু জাতক-জাতিকা কোষ্ঠীতে গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে বহু চেষ্টা করেও চাকরি পান না। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে রাশি অনুসারে কোন রং ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় দেখে নেওয়া যাক—

মেষ – মেষ রাশির জাতক জাতিকারা আকাশী রঙ এর পোষাক পড়তে পারেন

বৃষ – বৃষ রাশির জাতক জাতিকারা গাঢ় নীল রঙ এর পোষাক পড়তে পারেন

মিথুন – মিথুন রাশির জাতক জাতিকারা হলুদ অথবা মেরুন রঙ এর পোষাক পড়তে পারেন

কর্কট – কর্কট রাশির জাতক জাতিকারা মেরুন রঙ এর পোষাক পড়তে পারেন

সিংহ – সিংহ রাশির জাতক জাতিকারা স্টিল রঙ এর পোষাক পড়তে পারেন

কন্যা – কন্যা রাশির জাতক জাতিকারা সাদা অথবা সবুজ রঙ এর পোষাক পড়তে পারেন

তুলা – তুলা রাশির জাতক জাতিকারা সাদা রঙ এর পোষাক পড়তে পারেন

বৃশ্চিক – বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পিঙ্ক অথবা লাল রঙ এর পোষাক পড়তে পারেন

ধনু – ধনু রাশির জাতক জাতিকারা সবুজ অথবা স্টিল রঙ এর পোষাক পড়তে পারেন

মকর – মকর রাশির জাতক জাতিকারা সাদা অথবা স্টিল রঙ এর পোষাক পড়তে পারেন

কুম্ভ – কুম্ভ রাশির জাতক জাতিকারা হলুদ অথবা মেরুন রঙ এর পোষাক পড়তে পারেন

মীন – মীন রাশির জাতক জাতিকারা হলুদ রঙ এর পোষাক পড়তে পারেন

সবশেষে বলি কর্মফলের ওপরও চাকরি পাওয়া বা না পাওয়া নির্ভর করে থাকে।

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.