জীবনে সুখশান্তি পাওয়ার জন্য গুরুপূর্ণিমার দিন যা করতে পারেন!

গুরুপূর্ণিমা অত্যন্ত শুভ দিন। এই দিনে নানা শুভ কাজ গৃহে করলে গৃহ সুখশান্তিতে পূর্ণ হয়। এমন কিছু আচার রয়েছে, যেগুলি গুরুপূর্ণিমার দিন পালন করতে পারলে সারা বছর খুবই উপকার পাওয়া যাবে।

দেখে নেওয়া যাক,উপায়গুলি কী কী—

১। গুরুপূর্ণিমার দিন বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ কাজ।

২। গুরুপূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে।

৩। এই দিন বাড়িতে যে কোনও মিষ্টান্ন তৈরি করুন এবং তাতে খুব সামান্য কেশর মিশিয়ে বাড়ির প্রত্যেক সদস্য গ্রহণ করুন।

৪। এই দিন অশ্বত্থ বৃক্ষের পুজো করুন এবং সন্ধ্যা বেলা অশ্বত্থ বৃক্ষের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন। যদি গুরুদেবকে সম্ভব না হয়, তা হলে যে কোনও গুরুজনকে কিছু দান করুন।

৫। যাঁদের পড়াশোনায় বাধা আসছে, তাঁদের এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে বসে গীতা পাঠ করতে হবে। এতে সমস্যার অনেকটা সমাধান হবে।

৬। একটা হলুদ কাপড়ে কয়েকটা কাঁচা হলুদের টুকরো, সাতটি কড়ি (কড়িগুলিকে হলুদের গুঁড়ো মাখিয়ে নিতে হবে) একটা এক টাকার কয়েন এক সঙ্গে বেঁধে শ্রীকৃষ্ণের চরণে রেখে মনের কামনা জানান। তার পর গুরুপূর্ণিমা তিথি কেটে গেলে সেই পুঁটলিটা তুলে নিয়ে টাকা রাখার জায়গায় বা ব্যবসার জায়গায় রেখে দিন।

৭। এই দিন স্নানের জলে খুব সামান্য কর্পূর মিশিয়ে স্নান করলে শুভ ফল লাভ করা যায়।

৮। এই দিন বাড়ির ঈশান কোণে ধুনো জ্বালুন, তাতে সুখশান্তি আসবে।

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.