দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব।
আগামীকাল ৯ কার্তিক ১৪২৭ থেকেই শুরু হচ্ছে বহুল প্রতিক্ষিত দূর্গাপূজা। দেখেনিন এবারের দূর্গাপূজার বিজয়া দশমী পূজার সময়সূচী। শ্রী শ্রী বিজয়া দশমী।
সূর্যসিদ্ধান্তমতে দশমী
ভারতীয় সময়ঃ সূর্যোদয় – ১১ টা ৩১ মি ০০ সে দিবা। এরপর একাদশী আরম্ভ।
বাংলাদেশ সময়ঃ সূর্যোদয় – ১২ টা ০১ মি ০০ সে দিবা। এরপর একাদশী আরম্ভ।
এবার শ্রী শ্রী শারদীয়া দূর্গাদেবীর বিজয়া দশমী কল্পারম্ভ ও বিজয়া দশমী কৃত্য
ভারতীয় সময় পূর্বাহ্ন ৯/২৯ এর মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ৭/৭ মধ্যে এবং দিবা ৮/৩২ গতে) এবং
বাংলাদেশ সময় পূর্বাহ্ন ৯/৫৯ (কিন্তু কালবেলানুরোধে দিবা ৭/৩৭ মধ্যে এবং দিবা ৯/০২ গতে) এর মধ্যে
দেবীর গজে গমন। ফলঃ শস্যপূর্ণ বসুন্ধরা। বিজয়াদশমীকৃত্য
কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা। দশেরা।
বিজয়া দশমী উপলক্ষে সকল ধরনের শুভকর্ম প্রশস্ত।