বাবা লোকনাথের কিছু স্মরণীয় উক্তি

ভক্তগণ বিশ্বাস করেন যে লোকনাথ শিবের অবতার। আসুন দেখে নিই লোকনাথের স্মরণীয় উক্তি গুলো। যা ভক্তদের মনে আত্মবিশ্বাস তৈরি করে।

• “রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পরিবে; আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব”
• “বাক্যবাণ ও বিচ্ছেদবাণ সহ্য করিতে পারিলে; মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায়”
• “এ আমার উপদেশের স্থল নয়, আদেশের স্থল”।
• “আমার বিনাশ নেই, শ্রাদ্ধও নেই, আমি নিত্য পদার্থ। অর্থাৎ এই ‘আমি’ হলাম গীতায় বর্ণিত ‘পরমাত্মা’”
• “দেখ-অর্থ উপার্জন করা , তা রক্ষা করা, আর তা ব্যয় করবার সময় বিষয় দু:খ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্যে চিন্তা করে কোন লাভই হয় না।”
• “হস্ত দ্বারা কাম নিবারণ নারী হইতে বহুগুণশ্রেয়।”
• “সিদ্ধি(গাজা) স্বয়ং প্রভু শিবের আহার তবে আমার বারণ কিসের? তোদেরই বা কেন?”
• “গরজ করিব, কিন্তু আহাম্মক (নির্বোধ) হবি না। ক্রোধ করিব কিন্তু ক্রোধান্ধ হবি না।”
• “প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব-নিকাশ করবি অর্থাত্ ভাল কাজ কী কী করেছিস আর খারাপ কাজ কী কী করেছিস? যে সকল কাজ খারাপ বলে বিবেচনা করলি সে সকল কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি।”
• “সূর্য উঠলে যেমন আঁধার পালিয়ে যায়। গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায়, ঠিক তেমনি বার-বার বিচার করলে খারাপ কাজ করবার প্রবৃত্তি পালিয়ে যাবে।”

ছবি ও তথ্যসূত্রঃ গুগল ও ইন্টারনেট

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.