মহাশিবরাত্রিতে যা কিছু ভুলেও অর্পণ করা যাবে না!

ভগবান শিবের এক নাম আশুতোষ। অর্থাৎ তিনি অল্পেই তুষ্ট হন। তাঁর স্বভাবও বেশ শান্ত। কিন্তু ভুলে গেলে চলবে না যে এই শিব-ই ক্রোধে উন্মত্ত হয়ে দক্ষের যজ্ঞ ধ্বংস করিয়েছিলেন। তাঁর ক্রোধ থেকেই জন্ম নিয়েছিলেন বীরভদ্র, ভৈরবের মতো ভীতিকর শিবগণেরা। আবার ভারতীয় পুরাণ মতে ব্রহ্মা যেমন এই বিশ্ব সৃষ্টি করেন, বিষ্ণু যেমন তা পালন করেন, তেমনই শিবের হাতে এর ধ্বংসসাধন হয়। কাজেই, পুজোর সময় সতর্ক থাকুন।

• পুজোয় কোনওভাবেই তিল ও সিঁদুর ব্যবহার করা যাবে না।

• শিবের মাথায় জল ঢালার সময় স্টিল বা লোহার পাত্র নয়, তামা বা পিতলের পাত্র ব্যবহার করুন।

• শঙ্খ দ্বারা অভিষেক বা শিব পুজোয় শঙ্খের ব্যবহার না করাই ভাল।

• সাদা রঙের সব ফুলই শিব পছন্দ করেন, তবে সাদা চম্পা বা কেতকী শিবকে অর্পণ করবেন না।

• পুজোয় প্যাকেট দুধ নয়, গরুর খাঁটি দুধ ব্যবহার করুন।

• ভুলেও নারকেল ব্যবহার করবেন না।

• পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না।

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.