মোক্ষদা একাদশীর সময় ও সঠিক পারণ সময় জেনে নিন

যে ব্যাক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে।এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন।

আজ মোক্ষদা একাদশী। দেখে নি মোক্ষদা একাদশীর সময়সূচী

১৪ ডিসেম্বর ভারত ২৭ অগ্রহায়ন বাংলাদেশ ২৯ অগ্রহায়ন ১৪২৮ সূর্যদয় থেকে রাত ১টা ৩০ মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত ভারতে এবং ২টা ১৬ সেকেন্ড পর্যন্ত বাংলাদেশে একাদশীর তিথি চলবে।

তবে বিভিন্ন সম্প্রদায়মতে এই একাদশীর উপবাস ও পারণ সময় ভিন্ন হয়।

গোস্বামী ও স্মার্ত্তমতে উপবাস

১৪ ডিসেম্বর উপবাস।

পারণ সময়

ভারতঃ

১৫ ডিসেম্বর, ২০২১ সকাল ৭ টা ২ মি ৩৪ সেকেন্ড থেকে ৯ টা ৪৪ মিনিট ৫১ সে দিবার মধ্যে

বাংলাদেশঃ

১৫ ডিসেম্বর, ২০২১ সকাল ৭ টা ৩২ মি ৩৪ সেকেন্ড থেকে ১০ টা ১৪ মিনিট ৫১ সে দিবার মধ্যে

 

 

নিম্বার্ক সম্প্রদায়মতে উপবাস

১৫ ডিসেম্বর উপবাস।

পারণ সময়

ভারতঃ

১৬ ডিসেম্বর, ২০২১ সকাল ৭ টা ৫২ মি ৩৪ সেকেন্ড থেকে ৯ টা ৪৪ মিনিট ৫১ সে দিবার মধ্যে

বাংলাদেশঃ

১৬ ডিসেম্বর, ২০২১ সকাল ৭ টা ৩২ মি ৩৪ সেকেন্ড থেকে ১০ টা ১৪ মিনিট ৫১ সে দিবার মধ্যে

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.