সন্তানের পড়ালেখা নিয়ে চিন্তিত না এরকম মা বাবা পাওয়াই যায় না আমাদের দেশে। প্রতিজনই সন্তানের ভালো বা মঙ্গলের জন্য বিভিন্নকিছু করে থাকেন। সন্তান পরীক্ষায় ভালো করুক তা প্রতি মা বাবাই চান।
কিন্তু প্রতিজন অভিভাবকের মধ্যে একটি চিরাচরিত সমস্যা দেখা যায় তা হল সন্তান পড়ালেখা করে না বা সন্তানের মনোযোগ নাই। কারো সন্তানের সমস্যা হল পড়া মনে রাখতে পারে না আবার কারো সন্তানের সমস্যা হল পরীক্ষা আসলে শরীর খারাপ করে।
কারোর মতে, পরীক্ষা ভাল দিলেও রেজাল্ট মনমতো হয় না। এই রকম হাজার হাজার সমস্যা নিয়ে বাবা-মা’রা ভীষণ চিন্তিত থাকেন।
ভাল রেজাল্ট করতে গেলে মন দিয়ে পড়াশোনা তো করতেই হবে। তবে এর সঙ্গে আরও কিছু নিয়ম, পদ্ধতি অনুসরণ করা ভীষণ ভাবে দরকার। তেমনই কিছু টোটকা:
১। অষ্টবিনায়ক কবচ অথবা নীল সরস্বতী কবচ ধারণ করলে ফল ভাল হতে পারে।
২। পড়ার টেবিলের উপর রেক্সিন বা সবুজ কাপড় বিছিয়ে তার ওপর কাচ দিয়ে দিলে ভাল।
৩। বাড়ির উত্তর-পূর্বের ঘরে এবং ঘরের উত্তর-পূর্ব কোণে বসে পড়াশোনা করলে রেজাল্ট ভাল হয়।
৪। কয়েকটা পেন্সিল ছুলে সূচলো মুখটা উপর দিক করে রেখে দিন কাচের গ্লাসের মধ্যে। মেধার তীব্রতা বাড়বে।
৫। পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করা ভাল।
৬। চারমুখী রুদ্রাক্ষ অথবা গণেশ রুদ্রাক্ষ ধারণে ফল ভাল হয়।
৭। সরস্বতী যন্ত্রম এবং গণেশ যন্ত্রম স্থাপন করে নিত্য ধূপ দেখিয়ে পূজো করলে ফল ভাল হয়।
৮। পড়ার টেবিলের ওপর ক্রিস্টাল বল ঝুলিয়ে দিন। বলটি রোজ একটু রোদে রাখতে পারলে ভাল।
৯। পড়ার টেবিলের উপর কাচের গ্লাসে জল রেখে তার মধ্যে কয়েকটা মুক্তো রেখে দিলে ভাল রেজাল্ট হয় এবং পরীক্ষার্থীর মনের টেনশন কাটায়।
১০। দশা-অন্তদশার গ্রহদের জপ, যজ্ঞ ও গ্রহশান্তি করালে রেজাল্ট ভাল হবে।
সূত্রঃ আনন্দবাজার