ব্রাহ্মণ সায়ং সন্ধ্যা সমাপন করিয়া নববস্ত্র পরিধান করিয়া শুদ্ধ চিত্তে পূর্বমুখী হইয়া পূজা করিতে বসিবেন।
হরিস্মরণঃ নমঃ অপবিত্র পবিত্রহবা সর্বাবস্থাং গতোহপিবা য স্মরেৎ পুন্ডরীকাক্ষং সভ্যাম্যাং ভ্যান্তরে শুচি। ওঁ শঙ্খচক্র ধরং দেবং দ্বিভুজ পীতবাসনমপ্রারম্ভে কৰ্মনাং বিপ্র পুন্ডরীক্ষ স্মরেদ হরি। শ্রীহরি, শ্রীবিষ্ণু, শ্রীহরি, শ্রীবিষ্ণু, শ্রীহরি, শ্রীবিষ্ণু।
সুর্য্যার্ঘঃ – নমো বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে শুচয়ে কৰ্ম্ম দায়িনে ইদম অর্ঘং নমঃ শ্রী সূৰ্য্যায় নমঃ। আচমনঃ- নমো আত্মতত্ত্বায় নমঃ, নমো বিদ্যাতত্ত্বায় নমঃ, নমো শিবতত্ত্বায় নমঃ। স্বস্তিবাচনঃ নমঃ স্বস্তি ভবন্তু ব্রুবন্তু (৩ বার)। সংকল্পঃ বিষ্ণুরোতৎসদ ওম অদ্য অমুকে মাসি অমুক তিথৌ অমুক গোত্রঃ শ্রী অমুক দেবশর্ম্মা সর্ব্বা-পছান্তি সৌভাগ্য বর্দ্ধ নমনোগতাভীষ্ট সিদ্ধপূর্বক শ্রীশ্রী সত্যনারায়ণ দেব প্রসাদালাভথং স্কন্দ পুরানীয় রেবাখস্তোক্ত সত্যনারায়ণ দেব পূজন তকথা শ্রবণমহং করিস্যে।
ঘটস্থাপনঃ– নমো সর্বতীর্থোদ্ভবং বারি সর্বদেব সমন্বিতং ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেব হিরোভব।
আসনশুদ্ধিঃ (আসনের নীচে ভূমিতে চন্দন দ্বারা ত্রিকোন মন্ডল করিয়া) এতে গন্ধে পুষ্পে নমো হ্রীং আধার শক্তয়ে কমলা-সনায়ঃ নমঃ অনন্তায় নমঃ কুৰ্ম্মায় নমঃ পৃথিব্যৈ নমঃ (মন্ডলে চাউল দুর্বা লইয়া অর্চ্চনা করিবেন) মেরু পষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুৰ্ম্ম দেবতার আসনে পবিগ্রহে বিনিয়োগ। (হাতজোড় করিয়া) নমঃ পৃথ্বিতয়া ধৃত্বা লোকা দেবীত্বং বিষ্ণুনা ধৃত্বা তঞ্চধারয় মা নিত্যং পবিত্ৰাসনং কুরু।
অপাত্ৰস্থাপনঃ– কোষার নীচে মাটিতে চন্দন দ্বারা ত্রি-কোন মন্ডল করিয়া অতঃপর মন্ডলে চাউল দ্বারা অর্চ্চনা করিবেন ও বলিবেন নমঃ অনন্তায় নমঃ কুর্ম্মায় নমঃ, পৃথিব্যৈ নমঃ আধারে শক্তয়ে নমঃ আধারে বহ্নি মন্ডলায় ষোড়শ কলাত্মনে নমঃ, (কোশায় জল ঢালিয়া গন্ধ পুষ্প দিবেন) পরে মন্ত্র পাঠ করিবেন। নমো গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নৰ্ম্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু।
গণেশ পূজাঃ এতে গন্ধে পুষ্পে গণেশায় নমঃ বলিয়া গণেশ পূজা করিবেন। তারপর শিবাদি পঞ্চ দেবতার পূজা করিবেন।
বিষ্ণু পূজাঃ– এতে গন্ধে পুষ্পে নমো নারায়ণ শ্রীবিষ্ণবে নমঃ বলিয়া নারায়ণের পূজা করিবেন। (শুক্লবর্ণ ফুল হাতে লইয়া সত্যনারায়ণের ধ্যান করিবেন)।
ধ্যায়েৎঃ– ওঁ সনাং গুণাতীতং গুণত্রয় সমন্বিতং। লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বর ধরং বিভুঃ। ইন্দি বরদল শ্যামং শঙ্খ চক্র গদাধরং। নারায়ণ চর্তুবাহুং শ্রীবৎস পদ ভূষিতং গোবিন্দং গোকুলানন্দং জগতং পিতরং গুরু।
এইরূপে ধ্যানান্তে গন্ধ পুষ্প যোগে পাঠাৰ্চ্চনা করিবেন যথাঃ এতে গন্ধে পুষ্পে ও আঁধার শক্তয়ে নমঃ এবং প্রকৃত্যৈ কুৰ্ম্মায় নমঃ অনন্তায় নমঃ পৃথিব্যৈ নমঃ ক্ষীরসমুদ্রায় নমঃ রত্নদীপায় নমঃ কল্পদ্রুমায় নমঃ মসিমন্তপয়ে নমঃ রত্ন সিংহাসনায় নমঃ পুনঃ ধ্যায়েৎ পুষ্পটি ঘটে দিয়া শ্রীভগবৎ সত্যনারায়ণ দেব ইহাগচ্ছ, ইহাগচ্ছ, ইহতিষ্ঠ, ইহতিষ্ঠ অত্রধিষ্ঠানং কুরু, মম পূজা গৃহাণ যাবত্বং পূজয়ামি তাবত্ত্বং সুস্থিরো ভব।
আহবানঃ– ওঁ আগচ্ছ ভগবান দেব সর্বকামফলপ্রদ মৎ পূজন সু-সিদ্ধার্থ সান্নিধ্যমিহ কল্পয়। তারপর ষোড়শপচারে, দশোপচারে বা পঞ্চোপচারে ওঁ সত্যনারায়ণ নমঃ মন্ত্রে পূজা করিবেন।
পাদ্য, অর্ঘ, গন্ধ, পুষ্প, আচমনীয়, স্নানীয়ং, পুনরামচীনীয়, বিল্বপত্র, সোপকরণ নৈবেদং পানার্থ জলং, শ্রীশ্রীসত্যনারায়ণ নমঃ। পরে নৈবৈদ্য নিবেদন করিতে হয়।
মন্ত্র যথাঃ– ওঁ সম্পাদং গোধুম চুর্ণদুগ্ধ রম্ভাদি শর্করম্। সঘৃতৈ কীকৃতং সর্বং নৈবৈদ্যং ও সত্যনারায়ণ দেব গৃহ্যতাং প্রভো। এতদ্ গোধুমচূর্ণ-দুগ্ধ শকরা উষ্ণী কৃত নৈবৈদ্যং ওঁ সত্যনারায়ণ নমঃ।।
পরে বাম করে ব্যাসমুদ্রা প্রদর্শন পূর্বক দক্ষিণ করের অঙ্গুষ্ঠা, কনিষ্ঠা ও অনামিকা যোগে-“প্রাণায় স্বাহা, তর্জনী মধ্যমা ও অঙ্গুষ্ঠযোগে অ-পানায় স্বাহা, মধ্যমা অনামিকা ও অঙ্গুষ্ঠযোগে সমানায় স্বাহা, অঙ্গুলী পঞ্চক যোগে বানায় স্বাহা বলিত হয়” পানার্মোদক পুনরাশ্চনীয় তাম্বুল ইত্যাদি দিয়া জলপাত্রে গুহ্যাতি গুহ্য ইত্যাদি মন্ত্রে জল নিক্ষেপ করিয়া গুহ্যাতি গুহ্য গোপ্তাত্বং গৃহানাস্যাৎ কৃতং জপং সিদ্ধি ভবতু মে তৎ প্রসাদাৎ সুরেশ্বর। তৎপর নিম্নোক্ত মন্ত্রে মন্ডল প্রদক্ষিণ করিতে হয়। যথা- ওঁ যানি যানি চ পানি সর্বকাল কৃতানিচ। তানি তানি বিনশ্যস্তু প্রদক্ষিণং পদে পদে।
পুস্পাঞ্জলীঃ– এব সুগন্ধ বিল্বপত্র পুস্পাঞ্জলী নমঃ সাহুধায়, সবাহনায় সপরিবারায় সাঙ্গ পাঙ্গায়ৈ নমো শ্রী সত্যদেব নারায়ণ নমঃ (তিনবার)।
স্তবঃ-ওঁ জলময়া ভক্তিযোগের পত্রং পুষ্পং ফলং। নিবেদিতঞ্চনৈবেদ্যং তদ্গৃহানুকম্পয়া। তদ্বিয়বস্তু গোবিন্দ তুভ্যাময় সমর্পয়ে। গৃহান সু মুখোখাতুত্বা প্রদীদ পুরুষোত্তম। মন্ত্র হীনং ক্রীয়াহীনং ভক্তিহীনং জনার্দ্দন। যৎ পুজিতাংময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। অমোঘা পুন্ডরী কাক্ষং নৃসিংহ দৈত্যনিসুদনং। হৃষীকেশং জগন্নাথং বাজীশং বরদায়কম। সগুনঞ্চ গুনাতীথ গোবিন্দং গরুড়ধ্বজম্। জনার্দনং জনানন্দং জানকী জীবনং হরিম্। প্রণমামি সদা দেবং পরং ভক্তা জগৎপতিং। দুর্গমে বিষমে ঘোরে শত্রু ভিঃ প্রপীড়িতে। নিস্তারয়তু সর্ব্বেষু তথানিষ্ঠ ভবেষু চ নাতান্যেতানি সংকীর্তন ঈপিদতং ফলংমাপুয়াৎ। সত্যনারায়ণ দেবং বন্দেহং কামদংপ্রভুং, লীলয়া বিত্ততং বিশ্বং যেন তস্ম্যৈ নমো নমঃ।
দক্ষিণাঃ– বিষ্ণু নমোহদ্য অমুকে মাসি অমুক পক্ষে ইত্যাদি।
-বন্দনা
নম নমঃ গজানন বিঘ্ন বিনাশন।
ভূমে লুটি বন্দি দেব দেবীর চরণ।।
মাতাপিতা বন্দি আমি গুরু চরণ।
সত্যনারায়ণ ব্রত কথা করি যে বর্ণন।।
জীবের দুর্গত রাশি নাশিবার তরে।
ভকত বৎসল হরি এ’ল লীলা করে।।
সত্যনারায়ণ রূপে যে মতে প্রকাশ।
স্কন্দ পুরাণে সেই কহি ইতিহাস।।