সফলা একাদশীর সময়সূচী ও পারণ সময় বিস্তারিত জেনে নিন

 

পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ‘সফলা’। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম ‘সফলা’। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ; তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ! যারা এই ব্রত পালন করেন, তারা আমার অত্যন্ত প্রিয়।

দেখে নি মোক্ষদা একাদশীর সময়সূচী

ভারতঃ

একাদশী তিথি লেগেছে মূলত ২৯ ডিসেম্বর (১৩ পৌষ) সকাল ১১ টা ৩২ মিনিট দিবা থেকে  যা চলবে ৩০ ডিসেম্বর(১৪ পৌষ) সকাল ৯ টা ৩৩ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত

একাদশীর উপবাস পালন হবে ৩০ ডিসেম্বর

একাদশীর পারণ সময় ৩১ ডিসেম্বর  সূর্যোদয় হতে ৭ টা ২৩ মিনিটের মধ্যে

 

 

বাংলাদেশঃ

একাদশী তিথি লেগেছে মূলত ২৯ ডিসেম্বর (১৪ পৌষ বাংলাদেশ ক্যালেন্ডার মতে) সকাল ১২ টা ০২ মিনিট দিবা থেকে  যা চলবে ৩০ ডিসেম্বর(১৫ পৌষ বাংলাদেশ ক্যালেন্ডার মতে) সকাল ১০ টা ০৩ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত

একাদশীর উপবাস পালন হবে ৩০ ডিসেম্বর

একাদশীর পারণ সময় ৩১ ডিসেম্বর  সূর্যোদয় হতে ৭ টা ৫৩ মিনিটের মধ্যে

 

গোস্বামী, স্মার্ত্ত ও নিম্বার্ক সম্প্রদায়মতে একই রকম উপবাস ও পারণ সময়

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.