স্বপ্ন বিজ্ঞান

এই সুন্দর পৃথিবীতে একজন মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল স্বপ্ন দেখা। একবার চিন্তা করে দেখুন, যে মানুষটি আজ বেঁচে আছে সে কোনো না কোনোভাবে একটি বা একাধিক স্বপ্নকে সামনে রেখেই বেঁচে আছে। স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন দেখাতে হয়। যে স্বপ্ন দেখে না সে মৃত মানুষ!

ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্কের কর্মপ্রক্রিয়ায় কিছু পরিবর্তন ঘটে বলে আমরা জানি। কিন্তু তখন ঠিক কী হয়, সে বিষয়ে আমাদের ধারণা খুবই ভাসা ভাসা। এমনকি বিশেষজ্ঞরাও মানুষের ঘুমন্ত অবস্থার বিভিন্ন দিক সম্পর্কে কেবল তত্ত্বই দিচ্ছেন। তবে স্বপ্ন দেখার বিভিন্ন দিক নিয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য জানাচ্ছেন বিশেষজ্ঞরা। চলুন দেখে নিই সেই সপ্ন সম্পর্কিত কিছু তথ্য।

স্বপ্ন মানেই যে মিথ্যা তা নয়। পক্ষ, সময়, প্রহর, স্বপ্ন দেখার বিষয় শয়নকালীন অবস্থা প্রভৃতি স্বপ্ন বিজ্ঞানসম্মত হলে সেই স্বপ্ন সফল হয়ে থাকে। তবে একটির সঙ্গে আর একটির যোগাযোগ থাকা চাই। পরস্পর যোগ থাকলে সেই স্বপ্ন নিশ্চই সত্য হবে। কোন পক্ষে, কোন দিবসে, কোন সময়ে কোন অবস্থায় এ স্বপ্ন দেখলে কি ফললাভ হয়, তার বৃত্তান্ত নিম্নে দেওয়া হলঃ

আমরা কেন স্বপ্ন দেখিঃ

১. আমাদের অবচেতনের ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছার প্রতিফলন হল এই স্বপ্ন।
২. প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনও না কোনও অর্থ লুকিয়ে রয়েছে।
৩. স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে যার সঙ্গে বাস্তবের কোনও মিল থাকে না।
৪. মানুষ অনেক স্বপ্ন দেখে, তবে সব স্বপ্ন মনে রাখতে পারে না।

তিথি অনুসারে স্বপ্নের ফলাফলঃ 

শুক্লপক্ষঃ

দেরীতে ফললাভঃ শুক্লপক্ষের প্রতিপদ, একাদশী ও দ্বাদশীর স্বপ্ন দেখলে দেরীতে ফল লাভ হয়।

সত্য ফললাভঃ শুক্লপক্ষের চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে স্বপ্ন দেখলে সত্য হয়। এছাড়া পূর্ণিমার স্বপ্ন সম্পূর্ণ সফল হয়ে থাকে।

মিথ্যা ফললাভঃ শুক্লপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশীর স্বপ্ন মিথ্যা হয়ে থাকে।

কৃষ্ণপক্ষঃ

নিষ্ফলঃ কৃষ্ণপক্ষের প্রতিপদের স্বপ্ন নিষ্ফল হয়।

বিলম্বে ফললাভঃ কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার স্বপ্ন বিলম্বে ফললাভ হয়।

সত্য ফললাভঃ কৃষ্ণপক্ষের তৃতীয়, চতুর্থী, দ্বাদশী ও চতুর্দশীতে স্বপ্ন দেখিলে সত্য হয়।

মিথ্যা ফললাভঃ কৃষ্ণপক্ষের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী ও ত্রয়োদশীর স্বপ্ন সত্য হয় না।

বিপরীত ফলাফলঃ কৃষ্ণপক্ষের অষ্টমী ও নবমীর স্বপ্ন বিপরীত ফল প্রসব করে। অমাবস্যার স্বপ্ন দুঃখের কারণ।

প্রহর নিরূপনঃ
১. প্রথম প্রহরের স্বপ্ন এক বছরের মধ্যে ফললাভ হয়।
২. দ্বিতীয় প্রহরের স্বপ্ন সাত মাসের মধ্যেই ফল প্রসব করে।
৩. তৃতীয় প্রহরের স্বপ্ন তিন মাসে ফল প্রদান করে।
৪. চতুর্থ প্রহরের স্বপ্ন দশ দিনে ফল প্রদান করে।
৫. প্রভাত কালের স্বপ্ন তিন দিনেই সফল হয়ে থাকে। কিন্তু পুনরায় নিদ্রা গেলে নিষ্ফল হয়।

শয়নবিধানঃ স্ত্রী লোক শরীরের বাম পাশ ও পুরুষ ডান পাশ চেপে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে সফল হয়ে থাকে।

স্বপ্ন নিদর্শনঃ
১. অশ্বথ বৃক্ষে আরোহণের স্বপ্ন দেখলে ধন ও পুত্র লাভ হয়ে থাকে।
২. কেবলমাত্র অশ্বথ-বৃক্ষ স্বপ্ন দেখলে অর্থ ও মিত্রলাভ হয়ে থাকে।
৩. স্বপ্নে আসনে উপবিষ্ট আছেন এরূপ অবস্থায় নিদ্রাভঙ্গ হলে কমলা সদয়া আছেন আপনার উপর।
৪. আকাশের দিকে নিজেকে ভ্রমণ করতেছেন এরূপ স্বপ্ন দেখলে প্রবাস বাসী হবে। কিন্তু কোন প্রবাস বাসী এরূপ স্বপ্ন দেখলে তার উন্নতি হবে।
৫. লেখনী, কলম, কালি ইত্যাদির স্বপ্নে শিক্ষা লাভ হয়।
৬. কর্দমের স্বপ্নে ঋণভার বর্ধিত হয়।
৭. নিজের কান্নার স্বপ্নে শুভফল প্রদান করে।
৮. মাথায় টুপি স্বপ্ন দেখলে বহু লোকের আধিপত্য লাভ, ধনলাভ, আয়ু লাভ হয়ে থাকে।
৯. ডাকিনীর স্বপ্নে বিপদের সম্ভাবনা।
১০. প্রাসাদ স্বপ্ন দেখলে কিছুটা ধনলাভ হয়।
১১. পাদুকার স্বপ্নে উত্তম স্ত্রীলাভ করবেন।
১২. প্রবাস গমনের স্বপ্নে পীড়া ভোগ করতে পারেন।
১৩. বরফ পানের স্বপ্নে আনন্দ লাভ।
১৪. বন্দুক স্বপ্ন দেখলে সন্তোষ লাভ।
১৫. বমন করণের স্বপ্নে পীড়াগ্রস্ত হয়।
১৬. স্বপ্নে কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে বা কারও সঙ্গে শারীরিক সম্পর্ক হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গ বোধ করছেন।
১৭. স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার অর্থ হল কাজে অবনতি। এর আরেকটি অর্থ রয়েছে, তা হল মানুষটি মানসিক চাপে রয়েছে এবং বিষণ্নতায় ভুগছেন।
১৮. স্বপ্নে জলে ডুবে যাওয়ার অর্থ হল বিপদগ্রস্ত হওয়ার আভাস। তবে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়া বা আগমনের পূর্বাভাস।
১৯. ফলভরতি গাছ দেখার অর্থ হল ধনসম্পত্তি লাভ। গাছ থেকে নিজেকে ফল পাড়তে দেখলে অর্থ প্রাপ্তি হবে।
২০. গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয়। সেটা গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। এর আরেকটি অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া।
২১. নিজেকে নগ্ন দেখার অর্থ হলো সম্মানহানি। অন্য কাউকে নগ্ন দেখার অর্থ হল তার সম্মানহানি।

পশু পাখির স্বপ্ন দর্শনেঃ
১. স্বপ্নে উঠ দেখলে অর্থলাভ হয়ে থাকে।
২. উঠে আরোহণের স্বপ্ন মৃত্যুর কারণ।
৩. কবুতরের স্বপ্নে লক্কমীদেবীর কৃপা লাভ হয়।
৪. কুকুর ও কুক্কুট এবং শূকরের স্বপ্ন দেখিলে সুকন্যালাভ হয়।
৫. খরগোশ দেখলে লোকের অপ্রিয়ভাজন হতে হয়।
৬. গরুর স্বপ্ন দেখলে কৃষ্ণবর্ণ পুত্র বা সামান্য অর্থলাভ হয়।
৭. ঘোড়ার স্বপ্নে দেখলে উচ্চপদ বা অর্থলাভ অথবা আত্মীয়তা বৃদ্ধি পায়।
৮. বিড়ালের স্বপে নিজের বাড়িতে চুরি বা হঠাৎ বিপদের সম্ভাবনা।
৯. বিছা কামড়ানোড় স্বপ্নে অর্থ ও যশলাভ।
১০. বৃষের স্বপ্নে আত্মীয়তা বৃদ্ধি পায়।
১১. মৎস্য বা মাছের স্বপ্নে উত্তমা স্ত্রীলাভ হয় মতান্তরে ব্যাধিলাভ।
১২. মহিষের পৃষ্ঠোপরি নিজেকে আরোহণ করবার স্বপ্ন দেখলে মৃত্যু।
১৩. স্বপ্নে সাপ দেখার অর্থ হলো শত্রু বৃদ্ধি। তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন। স্বপ্নে সাদা সাপ দেখা সৌভাগ্য ও বংশবৃদ্ধির লক্ষণ।
১৪. স্বপ্নে দাঁত নড়তে দেখলে নিকট আত্মিয় কেউ অসুস্থ হয়ে পড়বে। আর দাঁত পড়ে যাওয়া দেখলে নিকট আত্মীয় কেউ মারা যাবে। নতুন দাঁত গজাতে দেখলে সম্পত্তি লাভ হবে।

অমঙ্গলজনক স্বপ্ন দেখলে যা করা কর্তব্যঃ যে সকল স্বপ্ন অনিষ্টজনক কেবল সেই সকল স্বপ্নেই পুনঃ নিদ্রা যাওয়া বা ঘুমানো কর্তব্য। কারণ নিদ্রায় বা ঘুমাই গেলে স্বপ্ন নিস্ফল হয়। কিন্তু মঙ্গলজনক স্বপ্ন দেখলে পুনঃ নিদ্রা গেলে বা ঘুমালে স্বপ্ন নিষ্ফল হয়।

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.