৮ এপ্রিলের বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় ও স্থান। পৃথিবীবাসীর প্রস্তুতি কেমন?


বাংলা বছরের আমরা একদম শেষ প্রান্তে। আর বছর শেষ করতে যাচ্ছে একটি বিরল ঘটনার মধ্য দিয়ে। যেটি ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে চাঞ্চল্য সৃষ্টি করয়েছে।

সোমবার ৮ এপ্রিল বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটির মাত্রা এমন হতে পারে যে দিনকে রাতের মত মনে হতে পারে। এরি মধ্যে কানাডা ও আমেরিকার অনেক স্কুল তাদের ছাত্র ছাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে বন্ধ ঘোষণা করেছে। কিন্তু উৎসাহী মানুষজন েটিকে সুযোগ হিসেবে দেখছে েই বিরল ঘটনার সাক্ষী হওয়ার।

 

ইতিমধ্যে নায়াগ্রা জলপ্রপাতের কাছে মানুষজন জড় হওয়া শুরু করেছে। অনেক মানুষ এখান থেকে গ্রহণের সাক্ষী হবেন বলে েই এলাকায় জরুরী অবস্থা জারী করা হয়েছে। কেমন হতে পারে নায়াগ্রার গ্রহণ চিত্র চলুন কৃত্রিম বুদ্ধি মত্তার চোখে দেখে আসি।

এবার দেখে আসি েই গ্রহণের সময়সূচী। যদিও েই গ্রহণের সময় ভারত ও বাংলাদেশে রাত হওয়ায় এটি এই দুই জায়গায় অদৃশ্য।

ভারত

পূর্ণগ্রাস আরম্ভঃ রাত্রি ১০ টা ১০ মিনিট

গ্রহণ মধ্যঃ রাত্রি ১১ টা ৪৭ মিনিট

পূর্ণগ্রাস সমাপ্তিঃ রাত্রি ১ টা ২৫ মিনিট

গ্রহণ মোক্ষ (সমাপ্তি) – রাত্রি ২ টা ২২ মিনিট

গ্রহণ স্থিতিঃ ৫ ঘণ্টা ১০ মিনিট

পূর্ণগ্রাসের স্থিতিঃ ৩ ঘণ্টা ১৫ মিনিট

গ্রাসমানঃ ১.০৫৬

 

বাংলাদেশঃ

পূর্ণগ্রাস আরম্ভঃ রাত্রি ১০ টা ৪০ মিনিট

গ্রহণ মধ্যঃ রাত্রি ১২ টা ১৭ মিনিট

পূর্ণগ্রাস সমাপ্তিঃ রাত্রি ১ টা ৫৫ মিনিট

গ্রহণ মোক্ষ (সমাপ্তি) – রাত্রি ২ টা ৫২ মিনিট

গ্রহণ স্থিতিঃ ৫ ঘণ্টা ১০ মিনিট

পূর্ণগ্রাসের স্থিতিঃ ৩ ঘণ্টা ১৫ মিনিট

গ্রাসমানঃ ১.০৫৬

এই গ্রহণ উত্তর আমেরিকার আলাস্কা ব্যতীত মধ্য আমেরিকা, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড, অ্যাজরেস, হাওয়াই, পলিনেসিয়া, আটলান্টিক মহাসাগরের উত্তরভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণভাগে দেখা যাবে।

এই গ্রহণ যেখানে দেখা যাবে না যেমন (বাংলাদেশ ও ভারত) সেখানে গ্রহণে স্নানদানাদি ও পাকপাত্র পরিত্যাগের কোন বিধি নিষেধ নেই।

সূর্যগ্রহণ পৃথিবীর একটা বড় অংশে দেখা যাবে না। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে আমেরিকার বেশির ভাগ জায়গায় জারি করা হয়েছে সতর্কতা। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, ওহিও, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ারে দেখা যাবে এই পূর্ণ সূর্যগ্রহণ এমনকি টেনেসি এবং মিশিগানের কিছু অংশ থেকেও। এসব জায়গার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রহণের সময় সরাসরি তাকানোর ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি গ্রহণের রশ্মি থেকে হতে পারে স্থায়ী অন্ধত্বও। ফলে সৌর ফিল্টার বা গ্রহণ চশমা ছাড়া গ্রহণ দেখতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা।

 

আরো আপডেট পেতে

Bangla Panjika 2024 Paji 1431 Download করুন

For Bangla Calendar, Bangla Panjika, Bengali Calendar, Horoscope download Bangla Panjika 2024 Paji 1431

 

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.