শুভ বিবাহের যোটক বিচার
বিবাহের আগে পাত্র পাত্রীর জন্ম ছক মিলিয়ে যে বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে তাকে যোটক বিচার বলে
রাজযোটক
আট প্রকার কুট বা গুণের সমন্বয়ে ৩৬ গুণের মধ্যে যদি ৩০ থেকে ৩৬ টি গুণের মিলন হলে তাকে ‘রাজযোটক’ বলে।
উত্তমযোটক
আট প্রকার কুট বা গুণের সমন্বয়ে ৩৬ গুণের মধ্যে যদি ২০ থেকে ৩০ টি গুণের মিলন হলে তাকে ‘উত্তমযোটক’ বলে।
মধ্যমযোটক
আট প্রকার কুট বা গুণের সমন্বয়ে ৩৬ গুণের মধ্যে যদি ১৮ থেকে ২০ টি গুণের মিলন হলে তাকে ‘মধ্যমযোটক’ বলে।
অধমযোটক
আট প্রকার কুট বা গুণের সমন্বয়ে ৩৬ গুণের মধ্যে যদি ১৮ গুণের কম হলে তাকে ‘অধমযোটক’ বলে।
বিবাহিত জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রয়োজন উত্তম পাত্র পাত্রীর মিলন। পাত্র পাত্রীর উত্তমমিলন বিচার করতে জ্যোতিষশাস্ত্রে যোটক বিচার এক গুরুত্বপূর্ণ পথ।
যোটক নির্ণয়
বরের নাম এর খালি স্থানে বরের নাম লিখুন যেমনঃ হিমেল এরপর কনের নাম এর খালি স্থানে কনের নাম লিখুন যেমনঃ চৈতি এরপর নির্ণয় করি বাটনে ক্লিক করুন
আপনাকে যোটক বিচারের ফলাফল দেখাবে। এর ফলে আপনি আপনার ও আপনার মনের মানুষের সাথে যোটক বিচার সম্বন্ধীয় প্রাথমিক ধারণা পাবেন।
- বিবাহের যোটক বিচার – বিবাহের আগে পাত্র পাত্রীর জন্ম রাশি মিলিয়ে জ্যোতিষশাস্ত্র মতে যোটক বিচার করতে পারবেন। এখনি দেখুন!
- যোটক নির্ণয় – পাত্রপাত্রীর নাম লিখে নির্ণয় করি বাটনের সাহায্যে যোটক সম্বন্ধীয় প্রাথমিক ধারনা পাওয়া যাবে। যাতে করে আপনি আরো শুদ্ধাতি শুদ্ধ বিচারের জন্য অন্য কোন জ্যোতিষীর পরামর্শ নিতে পারবেন। এখনি দেখুন!