অম্বুবাচী হিন্দুধর্মের বাৎসরিক উৎসব। অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমতি/আমেতি (অসম) / অমাবতীও বলে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের আষাঢ় মাসের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত এই রীতি পালন করা হয়। অর্থাৎ ২২ জুন হতে ২৫ জুন পর্যন্ত অম্বুবাচী ব্রতটি বিভিন্ন প্রদেশের মানুষ পালন করে থাকলেও অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীকে কেন্দ্র করে বিশাল উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে।
অম্বুবাচী শুরু ও শেষ
ভারতঃ
বাংলার ৭ আষাঢ়, মঙ্গলবার। ইংরেজির ২২ জুন। সময় রাত ২টো ০৬ মিনিট ২৭ সেকেন্ডে।
অম্বুবাচী শেষ হচ্ছে বাংলা ১০ আষাঢ়, শুক্রবার ইংরেজির ২৫ জুন রাত ২টো ২৯ মিনিট ৯ সেকেন্ডে।
বাংলাদেশঃ
৭ আষাঢ় (৮ আষাঢ়- সরকারী মতে), মঙ্গলবার। ইংরেজির ২২ জুন। সময় রাত ২টো ৩৬ মিনিট ২৭ সেকেন্ডে।
অম্বুবাচী শেষ হচ্ছে বাংলা ১০ আষাঢ়, শুক্রবার ইংরেজির ২৫ জুন রাত ২টো ৫৯ মিনিট ৯ সেকেন্ডে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অম্বুবাচী শুরু ও শেষ
ভারতঃ
বাংলার ৭ আষাঢ়, মঙ্গলবার। ইংরেজির ২২ জুন সকাল ৫টা ৩৯ মিনিট থেকে।
শেষ হবে বাংলার ১০ আষাঢ়, শুক্রবার অথাৎ ইংরেজির ২৫ জুন, শুক্রবার। সন্ধে ৫টা ৩৪ মিনিটে।
বাংলাদেশঃ
৭ আষাঢ় (৮ আষাঢ়- সরকারী মতে), মঙ্গলবার। ইংরেজির ২২ জুন সকাল ৬টা ০৯ মিনিট থেকে।
শেষ হবে বাংলার ১০ আষাঢ় (১০ আষাঢ়- সরকারী মতে),, শুক্রবার অথাৎ ইংরেজির ২৫ জুন, শুক্রবার। সন্ধে ৬টা ০৪ মিনিটে।
যা অবশ্যই করতে হবেঃ
অম্বুবাচী মধ্যে সর্বভয় নিবারণ জন্য দুগ্ধ পান আবশ্যক
যা যা করা যাবে নাঃ
এই সময় থেকেই বর্ষার সূচনা। অম্বুবাচী একটি ধর্মীয় আচার হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের আমাদের প্রাচীন কৃষি পদ্ধতিও। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী জলসিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করা হয়। পূর্ণ বয়স্কা মহিলা যেমন ঋতুকালের পরে সন্তান ধারণে সক্ষম হন, ধরিত্রী মাতাও অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। ধরিত্রী মাতা আমাদের সকলের জন্মদাত্রী। ওড়িশায় এই পার্বণকে সরাসরি ‘রজ উৎসব’ বলে বর্ণনা করা হয়েছে। হিন্দুশাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে, যা অম্বুবাচীর সময়ে মেনে চলা উচিত।
• অম্বুবাচীর তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাংগলিক কার্য করা যায়না। চতুর্থ দিন থেকে মঙ্গলিক কাজে কোনো বাধা থাকেনা।• এই সময়ে জমিতে চাষ আবাদ করতে নেই।
• এই তিন দিনে গৃহ প্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা উচিত নয়।
• এই সময়ে অন্য কোনও বিশেষ পুজোর আয়োজন না করাই ভাল। তবে কোনও কোনও বছর এই সময়ে রথযাত্রার উৎসব পড়লে, তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে। কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসাবেই ধরা হয়।
• যেহেতু এই সময় শুভ কাজ করতে নেই। তাই জমি বাড়ি ক্রয় বা বিক্রয় করাও নিষেধ রয়েছে ।
• বিশেষ ক্ষেত্র ছাড়া যাত্রাও নিষেধ।
• এই সময়ে মঠ-মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে।
• সমস্ত দেবীর মূর্তি, ছবি বা পট লাল কাপড়ে ঢেকে রাখুন। ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না।
• পূজার সময় কোনও মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ-দীপ দেখিয়ে প্রণাম করুন।
• যাঁরা আদি শক্তির বিভিন্ন রূপ পুজো করেন, যেমন মা কালী, দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী,মা শীতলা, দেবী চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তাঁরা এই সময়ে মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন।
• যেহেতু এই কয়েকদিন মা ঋতুমতী থাকেন তাই বলা হয় এই সময় যৌন সংসর্গও অনুচিত।
• এইসময় পৃথিবীর বুকে আগুন ধরানো হয়না।
• পৃথিবীর বুকে আঘাত করা নিষেধ।
• এমনকি জামা কাপড় কাচাকাচিও এই সময় বন্ধ থাকে।
• এই সময় ভাজা বা আগুনে পোড়ানো খাবার খাওয়া নিষিদ্ধ।
ছবিঃ ইন্টারনেট (গুগল)