অম্বুবাচী সময়সূচী ও কি করতে হবে দেখে নিন

omubachi

 

অম্বুবাচী হিন্দুধর্মের বাৎসরিক উৎসব। অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমতি/আমেতি (অসম) / অমাবতীও বলে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের আষাঢ় মাসের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত এই রীতি পালন করা হয়। অর্থাৎ  ২২ জুন হতে ২৫ জুন পর্যন্ত অম্বুবাচী ব্রতটি বিভিন্ন প্রদেশের মানুষ পালন করে থাকলেও অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচীকে কেন্দ্র করে বিশাল উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে।

অম্বুবাচী শুরু ও শেষ

ভারতঃ

বাংলার ৭ আষাঢ়, শনিবার। ইংরেজির ২২ জুন। সময় দিবা ৮ টা ৪৩ মিনিট ৩৯ সেকেন্ড গতে।
অম্বুবাচী শেষ হচ্ছে ১০ আষাঢ়, মঙ্গলবার ইংরেজির ২৫ জুন রাত্রি ৯ টা ০৭ মিনিট ১৯ সেকেন্ড গতে।

বাংলাদেশঃ

বাংলার ৭ আষাঢ়(৮ আষাঢ় বাংলাদেশ বাংলা তারিখ অনুসারে)), শনিবার। ইংরেজির ২২ জুন। সময় দিবা ৯ টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ড গতে।
অম্বুবাচী শেষ হচ্ছে ১০ আষাঢ় (১১ আষাঢ় বাংলাদেশ বাংলা তারিখ অনুসারে), মঙ্গলবার ইংরেজির ২৫ জুন রাত্রি ৯ টা ৩৭ মিনিট ১৯ সেকেন্ড গতে।

যা অবশ্যই করতে হবেঃ

অম্বুবাচী মধ্যে সর্বভয় নিবারণ জন্য দুগ্ধ পান আবশ্যক

যা যা করা যাবে নাঃ

এই সময় থেকেই বর্ষার সূচনা। অম্বুবাচী একটি ধর্মীয় আচার হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের আমাদের প্রাচীন কৃষি পদ্ধতিও। আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী জলসিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করা হয়। পূর্ণ বয়স্কা মহিলা যেমন ঋতুকালের পরে সন্তান ধারণে সক্ষম হন, ধরিত্রী মাতাও অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। ধরিত্রী মাতা আমাদের সকলের জন্মদাত্রী। ওড়িশায় এই পার্বণকে সরাসরি ‘রজ উৎসব’ বলে বর্ণনা করা হয়েছে। হিন্দুশাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে, যা অম্বুবাচীর সময়ে মেনে চলা উচিত।

kamakkha

 

• অম্বুবাচীর তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাংগলিক কার্য করা যায়না। চতুর্থ দিন থেকে মঙ্গলিক কাজে কোনো বাধা থাকেনা।• এই সময়ে জমিতে চাষ আবাদ করতে নেই।
• এই তিন দিনে গৃহ প্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা উচিত নয়।
• এই সময়ে অন্য কোনও বিশেষ পুজোর আয়োজন না করাই ভাল। তবে কোনও কোনও বছর এই সময়ে রথযাত্রার উৎসব পড়লে, তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে। কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসাবেই ধরা হয়।
• যেহেতু এই সময় শুভ কাজ করতে নেই। তাই জমি বাড়ি ক্রয় বা বিক্রয় করাও নিষেধ রয়েছে ।
• বিশেষ ক্ষেত্র ছাড়া যাত্রাও নিষেধ।
• এই সময়ে মঠ-মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে।
• সমস্ত দেবীর মূর্তি, ছবি বা পট লাল কাপড়ে ঢেকে রাখুন। ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না।
• পূজার সময় কোনও মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ-দীপ দেখিয়ে প্রণাম করুন।
• যাঁরা আদি শক্তির বিভিন্ন রূপ পুজো করেন, যেমন মা কালী, দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী,মা শীতলা, দেবী চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তাঁরা এই সময়ে মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন।
• যেহেতু এই কয়েকদিন মা ঋতুমতী থাকেন তাই বলা হয় এই সময় যৌন সংসর্গও অনুচিত।
• এইসময় পৃথিবীর বুকে আগুন ধরানো হয়না।
• পৃথিবীর বুকে আঘাত করা নিষেধ।
• এমনকি জামা কাপড় কাচাকাচিও এই সময় বন্ধ থাকে।
• এই সময় ভাজা বা আগুনে পোড়ানো খাবার খাওয়া নিষিদ্ধ।

ছবিঃ ইন্টারনেট (গুগল)

 

 

 

 

আরো আপডেট পেতে

Bangla Panjika 2024 Paji 1431 Download করুন

For Bangla Calendar, Bangla Panjika, Bengali Calendar, Horoscope download Bangla Panjika 2024 Paji 1431

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.