২০২২ সালে ভারত সরকারী ছুটির তালিকা

নবান্ন প্রকাশিত তালিকায় ছুটিগুলিকে তিনটি ভাগে উল্লেখ করা হয়েছে। প্রথমেই রয়েছে সার্বিক ছুটি বা পাবলিক হলিডের তালিকা। এনআই অ্যাক্ট অনুযায়ী যে ছুটিগুলি দেওয়া হয়। এরপরই রয়েছে রাজ্য সরকার ঘোষিত ছুটির তালিকা। তৃতীয় ভাগে রয়েছে সমাজের বিশেষ সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট ছুটি।

এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটির দিন —

১২ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস।
২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস।
৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো।
১৮ মার্চ দোলযাত্রা।
১৪ এপ্রিল বিআর আম্বেদকরের জন্মদিন। এদিনই মহাবীর জয়ন্তী।
১৫ এপ্রিল বাঙালির নববর্ষ, গুড ফ্রাইডে।
৩ মে ঈদ-উল-ফিতর
৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
১৬ মে বুদ্ধপূর্ণিমা।
৯ অগস্ট মহরম।
১৫ অগস্ট স্বাধীনতা দিবস।
৩ অক্টোবর মহা অষ্টমী।
৪ অক্টোবর মহা নবমী।
৫ অক্টোবর দশমী।
২৪ অক্টোবর কালীপুজো।
৮ নভেম্বর গুরু নানকের জন্মদিন

 

রাজ্য সরকার ঘোষিত ছুটির দিন —

এনআই অ্যাক্ট অনুযায়ী সমস্ত ছুটির সঙ্গে যুক্ত হবে এই ছুটির তালিকাও।

১ জানুয়ারি ইংরাজি নববর্ষ।
৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের দিন।
১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন।
১ মার্চ শিবরাত্রি।
১৯ মার্চ দোলের পর দিন।
৪ মে ঈদ-উল-ফিতরের জন্য অতিরিক্ত ছুটি।
১ জুলাই রথযাত্রা
১৯ অগস্ট জন্মাষ্টমী।
৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমী।
১ অক্টোবর মহাষষ্ঠী।
৬-৮ অক্টোবর দুর্গাপুজোর জন্য টানা ছুটি।
১০ অক্টোবর লক্ষ্মীপুজো।
২৫-২৬ অক্টোবর কালীপুজো।
২৭ অক্টোবর ভাইফোঁটা।
৩১ অক্টোবর ছটপুজো।
১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন।

** কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই দার্জিলিং ও কালিম্পংয়ে ছুটি।

 

১৮টি ছুটির মধ্যে ৯টিই পড়েছে রবিবার। এই ৯ দিনের মধ্যে আবার একই সঙ্গে দু’টি ছুটি একদিনে পড়েছে তেমনও রয়েছে ২টি।

 

কোন কোন ছুটি রবিবার —