জন্মাষ্টমী পারণ সময় ও পারণমন্ত্র

বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বন  তবে জন্মাষ্টমী  শুধু বাঙালিরই উৎসব নয়, সারা বিশ্ব জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে প্রতিবছর পালিত হয়।

শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

শ্রীমদ্ভগবত পুরাণ অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশিতে কৃষ্ণের জন্ম হয়েছিল। দিন ছিল বুধবার এবং সময় ছিল মধ্যরাত্রি। এ উপলক্ষ্যে অনেকে ব্রত উপবাস পালন করে থাকেন।

জন্মাষ্টমী উপবাস তারিখঃ ৩০ আগষ্ট ২০২১

উপবাস পারণ তারিখঃ ৩১ আগষ্ট ২০২১

পারণ সময়ঃ

ভারতীয় সময় অনুসারে ৯ টা ২২ মিনিট হতে ৯ টা ৩১ মিনিটের মধ্যে

বাংলাদেশ সময় অনুসারে ৯ টা ৫২ মিনিট হতে ১০ টা ০১ মিনিটের মধ্যে

 

পারণমন্ত্রঃ “সর্ব্বায় সর্ব্বেশ্বরায় সর্ব্বপতয়ে সর্ব্বম্ভবায় গোবিন্দায় নমো নমঃ”

যে মন্ত্রের মাধ্যমে পারণ শেষ করিবেনঃ “ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ”

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.