দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব।
আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।
বাংলাদেশ
দশমী তিথি আরম্ভ–
বাংলা– ১৯ আশ্বিন(ভারতীয় ক্যালেন্ডার অনুসারে ১৭ আশ্বিন), মঙ্গলবার।
ইংরেজি– ০৪ অক্টোবর, মঙ্গলবার।
সময়– দুপুর ২ টা ৪ মিনিট গতে।
দশমী তিথি শেষ–
বাংলা– ২০ আশ্বিন(ভারতীয় ক্যালেন্ডার অনুসারে ১৮ আশ্বিন), বুধবার।
ইংরেজি– ০৫ অক্টোবর, বুধবার।
সময়– ১১ টা ৪১ দিবা পর্যন্ত
পূর্বাহ্ন মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরনবাংশে (কিন্তু কালবেলানুরোধে ৮ টা ৫৮ মিনিট ৩১ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।
ভারত
দশমী তিথি আরম্ভ–
বাংলা– ১৭ আশ্বিন, মঙ্গলবার।
ইংরেজি– ০৪ অক্টোবর, মঙ্গলবার।
সময়– দুপুর ১ টা ৩৪ মিনিট গতে।
দশমী তিথি শেষ–
বাংলা– ১৮ আশ্বিন, বুধবার।
ইংরেজি– ০৫ অক্টোবর, বুধবার।
সময়– ১১ টা ১১ দিবা পর্যন্ত
পূর্বাহ্ন মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরনবাংশে (কিন্তু কালবেলানুরোধে ৮ টা ২৮ মিনিট ৩১ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।