এই ক্রমান্বয়ে প্রেত কার্য্যের অধিকারী হবেন। যদি পূর্বজন না থাকেন তাহলে পরবর্তীজন এই দায়িত্ব পালন করতে পারবেন। তবে পূর্ববর্তীজন থাকা সাপেক্ষে পরবর্তীজন না করাই শ্রেয়। পূর্ববর্তীজন অপারগ হলে তাঁর অনুমতি সাপেক্ষে পরবর্তীজন এই কার্য্য সম্পাদন করতে পারবেন।
পুরুষেরঃ
১. জ্যেষ্ঠপুত্র,
২. তদাপেক্ষা কনিষ্ঠ পুত্র
৩. পৌত্র
৪. প্রপৌত্র
৫. অপুত্রক পত্নী বা কর্মসমর্থা পুত্রযুক্তা পত্নী( বিধবা স্ত্রী)
৬. কন্যা
৭. বাগদত্তা কন্যা
৮. দত্তা কন্যা
৯. দৌহিত্র
১০. কনিষ্ঠ সহোদর
১১. জ্যেষ্ঠ সহোদর
১২. কনিষ্ঠ বৈমাত্রেয়
১৩. জ্যেষ্ঠ বৈমাত্রেয়
১৪. কনিষ্ঠ সহোদর পুত্র
১৫. জ্যেষ্ঠ সহোদর পুত্র
১৬. কনিষ্ঠ বৈমাত্রেয় পুত্র
১৭. জ্যেষ্ঠ বৈমাত্রেয় পুত্র
১৮. পিতা
১৯. মাতা
২০. পুত্রবধু
২১. পৌত্রী
২২. দত্তাপৌত্রী
২৩. পৌত্রবধু
২৪. প্রপৌত্রী
২৫. দত্তা প্রপৌত্রী
২৬. প্রপৌত্রবধু
২৭. পিতামহ
২৮. পিতামহী
২৯. সপিণ্ড (পিতৃব্যাদি)
৩০. সমনোদক
৩১. সগোত্র
৩২. মাতামহ
৩৩. মাতুল
৩৪. ভাগিনেয়
৩৫. মাতৃপক্ষ সপিণ্ড
৩৬. মাতৃপক্ষ সমনোদক
৩৭. অসবর্ণা ভার্য্যা
৩৮. অপরিণীতা স্ত্রী
৩৯. শ্বশুর
৪০. জামাতা
৪১. পিতামহী ভ্রাতা
৪২. শিষ্য
৪৩. ঋত্ত্বিক
৪৪. আচার্য্য
৪৫. মিত্র
৪৬. পিতৃমিত্র
৪৭. একগ্রামবাসী স্বজাতীয়
৪৮. গৃহীত বেতন স্বজাতীয়
স্ত্রীলোকেরঃ
১. জ্যেষ্ঠপুত্র,
২. তদাপেক্ষা কনিষ্ঠ পুত্র
৩. পৌত্র
৪. প্রপৌত্র
৫. কন্যা
৬. বাগদত্তা কন্যা
৭. দত্তা কন্যা
৮. দৌহিত্র
৯. সপত্নীপুত্র
১০. পতি
১১. পুত্রবধু
১২. সপিণ্ডন
১৩. সমনোদক
১৪. সগোত্র
১৫. পিতা
১৬. ভ্রাতা
১৭. ভগিনীপুত্র
১৮. ভর্ত্তৃ ভাগিনেয়
১৯. ভাতৃপুত্র
২০. জামাতা
২১. ভর্ত্তৃ মাতুল
২২. ভর্ত্তৃ শিষ্য
২৩. পিতৃ সমনোদক
২৪. মাতৃবংশ
২৫. পিতৃবংশ
২৬. মাতৃ সমনোদক
২৭. দ্বিজোত্তম